সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ এ তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৫ আগষ্ট ১৯৭৫ জাতীয় ইতিহাসের মসিলিপ্ত এক মহাকলঙ্কিত দিন। সেদিন মধ্য রাতে এক হৃদয় বিদারক নির্মম হত্যাকান্ডের শিকার হন স্বাধীনতার মহান নেতা, যিনি জাতিসত্তার জন্ম দিয়েছিলেন, উম্মেষ ঘটিয়েছিলেন। এই সেই নেতা; যিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে দেখিয়েছিলেন। এক ঐন্দ্রজালিক শক্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। এই সেই নেতা, যিনি একাত্তরের ৭ মার্চে লক্ষ নিযুত মানুষের মাঝে বজ্রকন্ঠে ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ এ তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

মোহাঃ আব্দুর রাজ্জাক
অধ্যক্ষ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ
ভেড়ামারা, কুষ্টিয়া।

Comments are closed.