ইন্টারনেট আসক্তি- মোহাঃ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ

ইন্টারনেট আসক্তি

‘‘ইন্টারনেট এবং তথ্য-প্রযুক্তির কল্যাণে যখন বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে তখন আমরা এতে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছি। ঘন্টার পর ঘন্টা অকারণে ব্যয় করছি ফেসবুকে। অযথা সময় নষ্ট করি ইউটিউবে, গুগল আর হোয়াটসঅ্যাপে। নষ্ট হচ্ছে আমাদের হাজার হাজার কর্মঘন্টা। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনে ফেসবুক নিষিদ্ধ কর্মঘন্টাকে কাজে লাগানোর জন্য। আমাদের যুবসমাজ ইন্টারনেট আসক্ত হয়ে পড়ছে। তাদের লেখাপড়াসহ দৈনন্দিন কাজকর্মে সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন মনস্তাত্ত্বিক রোগে ভুগছে। কেউ কেউ অতিরিক্ত পর্নোগ্রাফির আসক্তিতে অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় আমাদের উচিত ইন্টারনেট আসক্তি থেকে বেরিয়ে আসা।”

বিনীত ভাবেই

মোহাঃ আব্দুর রাজ্জাক
অধ্যক্ষ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ
ভেড়ামারা, কুষ্টিয়া।

Comments are closed.